
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গ্রামীণ এলাকার মানুষদের সুবিধার্থে ট্রেনের একাধিক স্টপেজের ব্যবস্থা করে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার-এর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। খোদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় দিন কয়েকপূর্বে দক্ষিণ দিনাজপুর জেলায় ঝটিকা সফরে এসে সুকান্ত মজুমদার-এর উদ্দেশ্যে কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার স্টপেজ মিনিস্টার কিনা। বালুরঘাট - ব্যাঙ্গালোর নতুন ট্রেন চালু হতে চলার বার্তা দিয়ে এবার অভিষেক বন্দোপাধ্যায়-কে সেই কটাক্ষের যেন জবাব দিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। শনিবার নিজের একটি ভিডিও বার্তার মাধ্যমে সুকান্ত মজুমদার জানান আগামী ১৭-ই জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী মালদা থেকে বালুরঘাট - ব্যাঙ্গালোর ট্রেন চালুর বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তিনি জানান দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর বহুদিনের স্বপ্ন ছিল এই ট্রেনটি এবং ট্রেনটি চালু করবার বিষয়ে তিনি কথা দিয়েছিলেন। এরপরেই সুকান্ত মজুমদার নিজের ভিডিও বার্তায় সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায়-এর মন্তব্যের প্রসঙ্গ অবতারণা করে বলেন সুকান্ত মজুমদার কথা রেখেছে - ভোটটা কিন্তু এবার বিজেপিকে দিতে হবে।
Total Post View : 59237