
দক্ষিণ দিনাজপুর: রিজার্ভ বেঞ্চ থেকে স্ট্রাইকার! দক্ষিণ দিনাজপুরে কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের কার্যকলাপে বিধানসভা নির্বাচনের পূর্বে এডভান্টেজে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে রাজনৈতিক দলগুলির পারফরম্যান্স অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলির শাখা সংগঠনগুলির কার্যকলাপের উপরে নির্ভরশীল। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠন শক্তি বাড়াতেই গ্রামীণ এলাকায় বাড়ছে ঘাসফুল শিবিরের ভোট ব্যাঙ্ক। উল্লেখ প্রাচীন পলিমাটি অঞ্চল হিসাবে পরিগনিত দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষিজীবি মানুষের সংখ্যা প্রচুর হলেও অতীতের নির্বাচনী লড়াইয়ে রাজ্যের শাসক দলকে দেখা গিয়েছিল কিষাণ ক্ষেত মজদুর সংগঠনকে কার্যত রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে। তবে ২১-র বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার অর্ধেক সংখ্যা আসনে পরাজয়ের পর এবং ২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের ভরাডুবির পর রেজার্ভ বেঞ্চ থেকে সরাসরি দক্ষিণ দিনাজপুরে স্ট্রাইকারের ভূমিকায় যেন তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠন। লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার নেতৃত্বের বদল ঘটিয়ে কুমারগঞ্জের বুথ স্তরে জমকালো পারফরম্যান্স দেওয়া তরুণ সংখ্যালঘু মুখ সাহেনশা মোল্লা-কে সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব অর্পণ করে ঘাসফুল শিবিরের রাজ্য নেতৃত্ব। যার পরে দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠনকে খোলনলচে ঢেলে সাজান সাহেনশা মোল্লা। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতির দায়িত্বভার গ্রহণ করবার পর দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লকে মিলিয়ে প্রায় ৯০-টির বেশী সভা অনুষ্ঠিত হয়েছে কৃষকদের নিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হয়েছে জনসভা। শুধু তাই নয় গ্রামীণ এলাকায় কৃষকদের সহায়তা করার জন্য এসআইআর ক্যাম্প পরিচালনা বাদেও সাংগঠনিক কর্মসূচী ছাড়াও কৃষকদের প্রয়োজনে ছুটতে দেখা গেছে খোদ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি-কে। তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠন বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কার্যত চষে বেড়ালেও সংগঠনের কাজে আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ সংগঠনের সভাপতি সাহেনশা মোল্লা। দক্ষিণ দিনাজপুর জেলায় পূর্ব ঘোষিত ৪২ জনের কমিটিকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়োজনে ৪৯ জন-এ বর্দ্ধিত করবার পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠক করে সাংগঠনিক নিস্ক্রিয়তার কারনে দক্ষিণ দিনাজপুর জেলার চারটি ব্লকের ব্লক সভাপতি বদলের সিদ্ধান্তের কথা জানান সাহেনশা মোল্লা। যার মধ্যে বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুর বিধানসভা এলাকার সংগঠনের ৩ জন নতুন সভাপতির হাতে এদিন তিনি দায়িত্বভার অর্পণ করে জানান দলের সাথে আলোচনা করে খুব শীঘ্রই হিলি ব্লকের সভাপতির নামও ঘোষণা করা হবে। সংগঠনের পদাধিকারীদের উদ্দেশ্যে সভাপতি সাহেনশা মোল্লা-র স্পষ্ট বক্তব্য - "যারা সক্রিয়ভাবে কাজ করবে তারাই থাকবে, সক্রিয় যারা থাকবে না - আমি তাদেরকে টিমে রাখব না"। তিনি জানান, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের বুথ চলো কর্মসূচী চলছে। সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে সাহেনশা মোল্লা-র নির্দেশ, সকলকে কৃষকদের পাশে থাকতে হবে।
Total Post View : 29189