এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সুকান্ত-র জনপ্রিয়তায় চিন্তিত রাজ্যের শাসক দল! সুকান্ত-র বিরুদ্ধে একের পর এক তোপ অভিষেক-এর

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: সুকান্ত-কে নিশানা করে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত-র কাজের রিপোর্ট কার্ড নিয়ে প্রশ্ন অভিষেক-এর। উল্লেখ সাংসদ হিসাবে বালুরঘাটের বিজেপি সাংসদ ড: সুকান্ত মজুমদার-এর জনপ্রিয়তা রয়েছে জনমানসে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বালুরঘাটে সুকান্ত-র জনপ্রিয়তার কাছে রাজ্যের শাসক দলের সাংগঠনিক শক্তি কার্যত মুখ থুবড়ে পড়েছে গত ২০২৪-এর লোকসভা নির্বাচনে। শুধু তাই নয় দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর সুকান্ত মজুমদার-এর জনপ্রিয়তা বেড়েছে কার্যত দ্বিগুন। শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয় উত্তরবঙ্গের একাধিক জেলার সাধারণ মানুষদের সুকান্ত মজুমদার-এর প্রতি আস্থা বাড়ছে দিন অন্তর।  এরই মাঝে বুধবার হেলিকপ্টারে চেপে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বালুরঘাট এয়ারপোর্টে নামেন। সেখানে তিনি কুমারগঞ্জে আত্মঘাতী ওছমান মোল্লা-র পরিবারের লোকেদের সাথে দেখা করে গাড়িতে চেপে চলে যান তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পতিরামের লক্ষ্ণীপুর এলাকার অসিত সরকার-এর বাড়িতে। সেখানে তিনি অসিত সরকার-এর পরিবারের লোকেদের সাথে এবং গৌতম বর্মন-এর পরিবারের লোকদের সাথে দেখা করেন। তারা বর্তমানে কেমন আছেন - কোন অসুবিধা হচ্ছে কিনা তা নিজেই খোঁজ নেন তিনি। উল্লেখ অসিত সরকার এবং গৌতম বর্মন দুজনেই কিছুদিন পূর্বে মহারাস্ট্রের জেল থেকে ছাড়া পেয়েছেন। অভিযোগ ঐ দুইজনকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে গ্রেপ্তার করে জেলে ঢোকায় মহারাস্ট্র পুলিশ। এরপর ৭ মাস জেলে থাকার পর মুক্তি পান অসিত সরকার এবং গৌতম বর্মন। জেল থেকে মুক্তি পাবার পর দুই পরিযায়ী শ্রমিক অসিত সরকার এবং গৌতম বর্মন-এর সাথে দেখা করেন অভিষেক বন্দোপাধ্যায়। যার পরে কিছুদিন কাটতে না কাটতেই এদিন ফের অসিত সরকার এবং গৌতম বর্মন-এর সাথে দেখা করতে অসিত সরকার-এর বাড়িতে যান অভিষেক বন্দোপাধ্যায়। এরপরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দোপাধ্যায় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার-কে নিশানা করে একের পর এক তীব্র কটাক্ষ করেন। অতীতে ফ্যাশন শো-তে সুকান্ত মজুমদার-এর র‍্যাম্পে হাঁটা নিয়ে অভিষেক বন্দোপাধ্যায় প্রশ্ন তুলে বলেন আপনাকে মানুষ নির্বাচন করেছে ফ্যাশন শো-তে হাটার জন্য র‍্যাম্পে, আপনার রিপোর্ট কার্ড কোথায়, ১১ বছর আপনার সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কয় পয়সা এনেছেন। বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনা টেনে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর উদ্দেশ্যে অভিষেক-এর বার্তা - "বিজেপিকে ভোট দিলে আপনার কপালে জেল, তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে - রাস্তাঘাট, জল - কল, আলো, বাড়ি, ১০০ দিনের কাজ।" বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক বন্দোপাধ্যায় বলেন বাংলার প্রায় ৩০ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা দেখুন সুকান্ত মজুমদার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলি প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন কিনা, যদি মনে করেন পূরণ করেছে তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন, যদি মনে হয় ব্যার্থ হয়েছে, তৃণমূলকে একটা সূযোগ দেওয়া উচিৎ তবে ৬-০ করে তৃণমূলের হাত শক্তিশালী করবেন, তারপরে উন্নয়ন তৃণমূলের কাছ থেকে বুঝে নেবেন। দক্ষিণ দিনাজপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ঝটিকা সফর শেষ হতেই বালুরঘাটের চায়ের আড্ডায় সাধারণ মানুষদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। যে আলোচনার বিষয়বস্তু কোথাও এদিন শালীনতা বজায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্য পেশ তো কোথাও সম্প্রতি করা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর বালুরঘাটের চ্যাংড়া মন্তব্য।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 27335


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর