
দক্ষিণ দিনাজপুর: আই প্যাক-এর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযানের পর দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক জায়গায় আন্দোলনে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহারের অভিযোগ তুলে বুনিয়াদপুর শহরে এবং বালুরঘাট শহরে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন বুনিয়াদপুর শহরের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার। অপরদিকে এদিন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বালুরঘাট শহরে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকী, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রীতম রাম মন্ডল, তৃণমূল কংগ্রেস নেতা মৌনব্রত দে। মিছিলটি বালুরঘাট শহর পরিক্রমা করে। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৌনব্রত দে অভিযোগ করে বলেন বর্তমানে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যেমন ইডি, সিবিআই, এমনকি নির্বাচন কমিশন সকল সংস্থাকেই "পলিটিক্যাল মেশিনারি" হিসাবে ব্যবহার করতে চাইছে বিজেপি দলটি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই - ধিক্কার জানাই।
Total Post View : 21526