
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: ভারতীয় সেনার পরাক্রম ও আধুনিক সামরিক শক্তির ঝলকে উন্মাদনা সীমান্ত শহর বালুরঘাট-এ। রবিবার থেকে বালুরঘাট স্টেডিয়ামে শুরু হল ভারতীয় সেনার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী সশক্ত সেনা–সমৃদ্ধ ভারত নামাঙ্কিত প্রদর্শনী মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াই এস আহলাওয়াত, মেজর জেনারেল বিজয় কুমার এবং আর জগটাপ। প্রথম দিনের সকালেই বর্ণাঢ্য অনুষ্ঠানে আর্মি ব্যান্ডের কুচকাওয়াজ ও ৬ মারাঠা লাইট ইনফেন্ট্রি রেজিমেন্টের আধুনিক যুদ্ধ পদ্ধতির প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে। কিউএসএইচএ ড্রোন ও সার্ভেলেন্স ড্রোনের শো বিপুল সাড়া ফেলে। পাশাপাশি ভারতীয় সেনা জওয়ানদের ভাংড়া নাচে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। প্রদর্শনীতে ভারতীয় সেনার ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রসস্ত্রও সাজিয়ে রাখা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ৪০ এমএম এল-৭০ গান, ফ্লাইক্যাচার ওয়েপেন কন্ট্রোল সিস্টেম, যুগল, ১৫৫ এমএম বোফোর্স গান এবং অপারেশন ‘সিঁদুর’-এ ব্যবহৃত অস্ত্রশস্ত্র। এসব অস্ত্র কাছ থেকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে স্কুল পড়ুয়ারা ও এনসিসি ক্যাডেটরা। প্রদর্শনী চলাকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে স্কুল পড়ুয়াদের মধ্যে চকলেট বিলি করতেও দেখা যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের প্রদর্শনী যুবসমাজকে ভারতীয় সেনায় যোগদানে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের কয়েকজন নেতার ‘সেভেন সিস্টার’ দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে এদিন সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, "বাংলায় একটা কথা আছে—ফাঁকা কলসি বাজে বেশি।” প্রদর্শনীতে ১৫৫ এমএম বোফোর্স গান দেখার পর বলেন পাঁচটা বোফোর্স থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সে দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ভারত গভীরভাবে চিন্তিত। ভারতীয় সেনার প্রদর্শনী মেলা ঘিরে বালুরঘাট শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।
Total Post View : 32675