এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দক্ষিণ দিনাজপুরে গৃহবধূ খুনের মামলায় অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: ট্রাক্টরের রোটাভেটর দিয়ে গৃহবধুর দেহ টুকরো করে খুন, আদালতে দোষী সাব্যস্ত আসামী, আসামীর যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে সম্প্রতিকালে একের পর এক বিচার মেলায় সাধারণ মানুষদের বিচার ব্যবস্থার উপর আস্থা ক্রমশ বাড়ছে। এমত অবস্থায় সোমবার একটি মামলায় দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামচন্দ্রপুরে গৃহবধুকে খুনের ঘটনায় দোষী আসামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। উল্লেখ ২০২৪ সালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর এলাকায় একজন গৃহবধুকে ট্রাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো টুকরো করে প্রথমে খুন এবং খুন পরবর্তী সময়ে দেহাংশ মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাটের ঘটনা সামনে আসে। হারহিম করা ঐ ঘটনা সামনে আসতেই সর্বত্রই ঘটনায় দোষী ব্যক্তির কঠোর সাজা প্রদানের দাবী উঠতে থাকে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সাদ্দাম হোসেন মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। মামলা রুজু হয় আদালতে। এরপরে আদালতে বিচার প্রক্রিয়া চলতে থাকে। যার পরে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে এডিজে প্রথম কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক এই মামলায় অভিযুক্ত সাদ্দাম হোসেন মোল্লা-কে দোষী সাব্যস্ত করেন শনিবার। সোমবার আসামী সাদ্দাম হোসেন মোল্লা-র সাজা ঘোষনা করেন বিচারক। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান এই মামলায় বিচারক আসামী সাদ্দাম হোসেন মোল্লা-কে আইপিসি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 29573


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর