
দক্ষিণ দিনাজপুর: আম জনতার হয়ে রেলমন্ত্রীর কাছে দরবারে সাংসদ সুকান্ত। দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার দেখা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সাথে। সঙ্গে ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্ত্তিক পাল। জানা গেছে বুনিয়াদপুর - কালিয়াগঞ্জ রেল প্রকল্প, ইটাহার - গুঞ্জরিয়া রেল প্রকল্পের মত পূর্ব ঘোষিত রেল প্রকল্পগুলির কাজ যাতে দ্রুত শুরু হয় এবং দ্রুত কাজ শুরু হওয়ার পর যাতে দ্রুত সমাপ্ত হয় সেই কারনে এই দরবার। পাশাপাশি বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর এবং বালুরঘাট থেকে গুয়াহাটি নতুন ট্রেন চালু করবার বিষয় নিয়েও সুকান্ত মজুমদার রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন বলে জানা গেছে। সাক্ষাৎ পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে দেওয়া নিজের ভিডিও বার্তায় জানিয়েছেন রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। সুকান্ত মজুমদার বলেন আমরা আশা করছি সমস্ত বাধা অতিক্রম করে আমরা সমস্ত রেলপ্রকল্পগুলি সম্পন্ন করতে পারব। তিনি জানান রেল প্রকল্পগুলি বাস্তাবায়িত হলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষরা উপকৃত হবে।
Total Post View : 24073