
দক্ষিণ দিনাজপুর: পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন নীরব অদৃশ্য রিগিং চাপিয়ে দিয়েছে মানুষের উপরে, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তোপ প্রসূন বন্দ্যোপাধ্যায়-এর। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়-এর কাধে বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমের গুরু দায়িত্ব। যে গুরু দায়িত্ব পালনে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কার্যত চষে বেড়াচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমের দায়িত্বভার গ্রহণ করবার পর জেলার কুশমন্ডি, কুমারগঞ্জ, হিলি-তে থাকা তৃণমূল কংগ্রেসের ভোট অধিকার রক্ষার শিবিরগুলি সরজমিনে পরিদর্শন করবার পাশাপাশি স্থানীয় নেতৃত্ব - কর্মীদের সাথে কথা বলেছেন। খোঁজ খবর নিয়েছেন। বৃহস্পতিবার তিনি বালুরঘাট শহরে বালুরঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম বসে দলীয় কর্মীদের সাথে পর্যালোচনা করেন। কিভাবে আরও বেশী মানুষকে সহায়তা করা যাবে সেই বিষয়ে আলোচনাও করেন। যার পরে তিনি সাংবাদিক বৈঠকও করেন। এদিনের সাংবাদিক বৈঠকে প্রসূন বন্দ্যোপাধ্যায় বাংলায় এই সময়ে এসআইআর চালু নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করবার পাশাপাশি নিজের বক্তব্যের স্বপক্ষে ২০০৪ সালে মহারাস্ট্র এবং অরুনাচল প্রদেশে এসআইআর রদের প্রসঙ্গেরও অবতারণা করেন। তিনি দাবী করেন দল হিসাবে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে - মানুষের পাশে আছে। তিনি জানান একেবারে ওয়ার্ড - গ্রাম পঞ্চায়েত - বিধানসভা প্রত্যেক স্তরে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা দিন রাত এক করে পরিশ্রম করছেন। তিনি বলেন আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো মানুষকে সহায়তা করা।
Total Post View : 24612