এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

মাত্র ১২ দিনে এসআইআর প্রক্রিয়ার সব কাজ শেষ করে জেলার প্রথম বিএলও নয়ন কুমার লাহা

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: মাত্র ১২ দিনে এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসাবে নিজের কাজ সম্পন্ন করলেন হিলি ব্লকের এক বিএলও, বিএলও-র প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বিএলওদের পক্ষ থেকে নানান অভিযোগ উঠে এসেছে সংবাদ শিরোনামে। তবে এবার উল্টো চিত্র দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা এলাকার হিলি ব্লকের ১৩৭নং বুথে। ১৩৭নং বুথের বিএলও নয়ন কুমার লাহা পেশায় একজন প্রাথমিক শিক্ষক, সাহাপুর প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক পদে কর্মরত তিনি। এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি শুরু থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে দ্রুত গতিতে ফর্ম বিলি থেকে শুরু করেন। এরপর ফর্ম ফিলাপে সহায়তা করে ফর্ম জমা নেওয়ার কাজ শেষ করেন। সেই সঙ্গে রাত জেগে চলতে থাকে এপস-এ এন্ট্রির কাজও। মাত্র ১২ দিনে তিনি নিজের সমস্ত কাজ সম্পন্ন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে তিনিই প্রথম বিএলও যিনি সর্বপ্রথম নিজের একশো শতাংশ কাজ সম্পন্ন করেছেন। নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ সমাপ্ত করতে পারায় তৃপ্তির হাসি শিক্ষক নয়ন কুমার লাহা-র মুখেও। নয়ন কুমার লাহা জানিয়েছেন ফর্মগুলি পাওয়ার পর তিনি ফর্মগুলিকে পাড়া হিসাবে বিন্যাস করে, এরপরে পরিবার ভিত্তিক ফর্মগুলি বুঝিয়ে দেন। একইভাবে দ্রুত ফর্ম ফিলাপের পরে ফর্মগুলি জমা নেন। তিনি জানিয়েছেন রাত্রিবেলা এপস দ্রুত গতিতে কাজ করায় কাজ সমাপ্ত করতে তার সুবিধা হয়েছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 25111


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর