
দুলাল সিংহ; দক্ষিণ দিনাজপুর: উত্তরবঙ্গের জেলায় জেলায় বাজছে বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে সাধন ক্ষ্যাপা-র গান, সোশ্যাল মিডিয়ায় দৌলতে বালুরঘাটের সাধন ক্ষ্যাপার গান বাংলার গন্ডি ছাড়িয়ে বাজছে উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া পড়শি রাজ্যের ভক্তদের মোবাইলে। উল্লেখ উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা এলাকায় বোল্লা রক্ষাকালী মাতার পূজা উপলক্ষ্যে প্রতিবছর লক্ষাধিক মানুষের জনসমাগম হয়। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, ভীন রাজ্য এমনকি ভীন দেশ থেকেও প্রচুর মানুষ পূজোর দিনে ভীড় জমান বোল্লা রক্ষাকালী মাতার মন্দিরে প্রাঙ্গণে। বোল্লা রক্ষাকালী মাতার মাহাত্ম্যগুনে প্রতিবছর হাজার হাজার ভক্তের সংখ্যা বৃদ্ধি হলেও বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে ইতিপূর্বে গুটিকয়েক গান ছাড়া রচিত হয়নি বিপুল সংখ্যক গান। তবে চলতি বছরে বোল্লা রক্ষাকালী মাতার পূজোর প্রাক্কালে বোল্লা রক্ষাকালী মাতার মাহাত্ম্যগুন - স্নেহময়তাকে ভক্তদের কাছে গান আকারে পৌছে দিতে উদ্যোগ নেন বালুরঘাটের খিদিরপুর এলাকার বাসিন্দা সাধন ক্ষ্যাপা। বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে তিনি নিজেই রচনা করেন গান, নিজেই সে গানের সুর দেন। রচিত সেই গান নিজের কন্ঠে রেকর্ডও গয়ে করেন তিনি। ইতিমধ্যেই সেই গান সাধন ক্ষ্যাপা-র সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে প্রকাশিত হতেই উত্তরবঙ্গ সহ বিহার রাজ্যে ছড়িয়ে থাকা বোল্লা রক্ষাকালী মাতার ভক্তরা নিজেদের মোবাইলে এবং সাউন্ড সিস্টেমে বাজিয়ে শুনছেন। ফলে পথ চলতে চলতে রাস্তায় কান পাতলে এখন সর্বত্র শোনা যাচ্ছে সাধন ক্ষ্যাপা-র রচিত জননী আমার তুমি ওগো বোল্লা মা গানের সুর। বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে নিজের গান রচনা নিয়ে শিল্পী সাধন ক্ষ্যাপা-র বক্তব্য উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হলো দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষাকালী মাতার পূজা উপলক্ষ্যে বোল্লা মেলা। উনার বক্তব্য বোল্লা রক্ষাকালী মাতার এত বিপুল সংখ্যক ভক্ত থাকলেও বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে রচিত গানের সংখ্যা কম। সাধন ক্ষ্যাপা-র আশা নতুন প্রজন্ম বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে আগামীতে আরও ভাল গান রচনা করবে - গাইবে।
Total Post View : 32115