
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: বাংলার মানুষের উন্নয়ন আমাদের কাছে প্রথম এবং প্রধান ধর্ম, বললেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বিজয়া সম্মিলনী-র আয়োজন করেছিল হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার। এদিনের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্বর্ধিত করে তৃণমূল নেতৃত্ব। বিজয়া সম্মিলনীতে রাজীব ব্যানার্জি বলেন আমাদের ধর্ম মানব ধর্ম। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিরোধীদের করা কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন বাংলার মানুষের উন্নয়ন আমাদের কাছে প্রথম এবং প্রধান ধর্ম। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগও তোলেন। এসআইআর-কে এনআরসি-র নতুন রুপ বলে অভিহিত করেন। মন্ত্রী বিপ্লব মিত্র এদিন বিজয়া সম্মিলনীতে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার-এর সুফলগুলি অবতারণা করেন নিজ বক্তব্যে। বিপ্লব মিত্র বলেন বিহার - উড়িষ্যা আশেপাশের খোঁজ নিয়ে দেখুন পশ্চিমবঙ্গের মত বাড়িতে বসে সরকারি পরিষেবা পায় কিনা, আমাদের সরকার এই সূযোগ তৈরী করেছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের জন্য।
Total Post View : 25544