এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

গোষ্ঠী দ্বন্দ্বের তত্ব উড়িয়ে দল বিরোধী নেতা কর্মীরা তৃণমূল করে কিনা বলে প্রশ্ন বিপ্লব-এর

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের তত্ব উড়িয়ে দল বিরোধী নেতা কর্মীরা তৃণমূল করে কিনা বলে প্রশ্ন তুললেন বিপ্লব মিত্র। আবারও বিপ্লবের নিশানায় নিজের দলের নেতা - কর্মীদের একাংশ। দল বিরোধী কার্যকলাপে যুক্ত নেতা - কর্মীদের তৃণমূলের লোক ভাবতে নারাজ মন্ত্রী বিপ্লব! শনিবার বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। যে সভায় তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠনের নেতা কর্মীদের সংগঠন শক্তিশালী করার বার্তা দেন বিপ্লব মিত্র। এদিনের সভা শেষে বিপ্লব মিত্র সাংবাদিকদের মুখোমুখি হলে সম্প্রতি অনুষ্ঠিত দলীয় শাখা সংগঠনের একটি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর নেতাদের না ডাকা প্রসঙ্গে এদিন বিপ্লব মিত্র-কে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব তত্ব উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন লোকসভা নির্বাচনে দল বারবার বলার পরে যারা সরাসরি বিজেপির হয়ে বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য সরাসরি ভোট প্রচার করল - পয়সা বিলি করল, সেই মানুষগুলি কি আর তৃণমূল কংগ্রেস করে। তিনি বলেন বালুরঘাট সিটের লড়াই ছিল আমাদের দলের প্রেস্টিজ ফাইট। বিপ্লব মিত্র-র বক্তব্য ২০২৪ লোকসভা নির্বাচনে তার দলেরই একাংশ নেতা - কর্মী বিজেপির সাথে যোগসাজশ করে বিজেপির প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছে, সেই মানুষগুলিকে তারা কিভাবে তাদের লোক মানবেন। বিপ্লব মিত্র-র সাফ কথা সেই মানুষগুলিকে দলীয় অনুষ্ঠানে ডাকা হবে না।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 32546


সম্পর্কিত খবর