এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

তালিবান সরকারের বিদেশমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ভারতের বিদেশ মন্ত্রী-র

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: শুক্রবার সকালে নয়া দিল্লিতে তালিবান সরকারের বিদেশমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি, আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।আফগানিস্তানে তালিবান সরকারের ক্ষমতা গ্রহণের প্রায় চার বছর পর এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। বৈঠকের পরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভারত-আফগানিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বের পুনঃপ্রতিশ্রুতি। তিনি জানিয়েছেন এদিনের বৈঠকে আলোচ্য বিষয় ছিল আফগানিস্তানের উন্নয়নে ভারতের সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা, জনগণের মধ্যে সম্পর্ক এবং সক্ষমতা বৃদ্ধি। তিনি জানান ভারত কাবুলে তার টেকনিক্যাল মিশনকে উন্নীত করে ‘ভারতের দূতাবাস’-এর মর্যাদা প্রদান করবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 22332


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর