এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বন্দে ভারতের পর শতাব্দী, এবার হাওড়া NJP-গামী ট্রেন লক্ষ্য করে পাথর! আতঙ্কে যাত্রীরা

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: বন্দে ভারতের পর এবার শতাব্দী এক্সপ্রেস। ফের ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা বাংলায়। ক্ষতিগ্রস্ত জানলার কাচ। আতঙ্কিত যাত্রীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছাড়ে ১২০৪১ হওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। ট্রেন বর্ধমানের খানা স্টেশনে ঢুকতেই বিপত্তি। খানা ও ঝাপটের ঢাল স্টেশনের মাঝে ট্রেনের সি-৯ কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। কাচ ক্ষতিগ্রস্ত হয়। জানলার পাশে থাকা যাত্রী-সহ কামরার সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। কে বা কারা এই কাণ্ড ঘটালো তা নিয়ে শোরগোল পড়ে যায়। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কয়েকটি বাচ্চা আপ শতাব্দী এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছিল। তবেও বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

Tag:

Total Post View : 64372


সম্পর্কিত খবর