
দক্ষিণ দিনাজপুর: অবৈধ সুদের ব্যবসার মাধ্যমে গচ্ছিত সোনার গহনা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে। গচ্ছিত মায়ের গহনা ফিরে পেতে পুলিশ ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ খোদ পুলিশ কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের। ঘটনা চাউড় হতেই শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।
ঘটনায় অভিযোগকারী প্রজ্জ্বল চক্রবর্তী পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত একজন কর্মী। ঘটনায় অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৃঞ্জয় স্যান্যাল সহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে। প্রজ্জ্বল চক্রবর্তী-র বক্তব্য তিনি ২০২১ সালে ডিসেম্বর মাসে সৃঞ্জয় স্যান্যাল-এর কাছ থেকে সুদে ঋণ গ্রহণ করেন। উনার বক্তব্য যে ঋণ তিনি সুদ সমেত পরিশোধ করে দেওয়ার পর অল্প সুদে ফের ঋণ দেওয়ার কথা বলে সৃঞ্জয় স্যান্যাল। প্রজ্জ্বল চক্রবর্তী-র অভিযোগ এরপরে তিনি সৃঞ্জয় স্যান্যাল-এর কাছ থেকে ফের ঋণ গ্রহণ করার কিছুদিন পর আচমকা তাকে সৃঞ্জয় স্যান্যাল সমস্ত ঋণের টাকা সুদ সমেত ফেরত দিতে বলেন। ঐ সময় তিনি সমস্ত টাকা ফেরত দিতে না পারায় প্রজ্জ্বল চক্রবর্তী-র মা-এর ৯০ গ্রাম গহনা নিজের কাছে গচ্ছিত রাখে সৃঞ্জয় স্যান্যাল বলে অভিযোগ। শুধু তাই নয় আরও অভিযোগ এরপরে সৃঞ্জয় স্যান্যাল নাকি প্রজ্জ্বল চক্রবর্তী-র কাছ থেকে ১৫ লক্ষ টাকা আদায়ে চাপ দিতে থাকলে প্রজ্জ্বল চক্রবর্তী একটি বেসরকারি সংস্থায় সোনা বন্ধক রেখে টাকা দেন সৃঞ্জয় স্যান্যাল-কে। এরপরেও নাকি সৃঞ্জয় স্যান্যাল ঐ বেসরকারি সংস্থায় গচ্ছিত থাকা ঐ সোনা প্রজ্জ্বল চক্রবর্তী-কে দিয়ে নিজের নামে পরিবর্তন করিয়ে নেন বলে অভিযোগ।
ঘটনা পরবর্তী সময়ে সোনার গহনা ফেরত পেতে ইমেল মারফৎ অভিযোগ পাঠিয়ে পুলিশ ও মুখ্যমন্ত্রী-র হয়েছেন প্রজ্বল চক্রবর্তী নামের ঐ পুলিশ কর্মী। অপরদিকে অভিযোগ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৃঞ্জয় স্যান্যাল-এর বক্তব্য তিনি প্রজ্জ্বল চক্রবর্তী নামে কাউকে চেনেন না। পাশাপাশি সুদে ঋণ দেওয়া বা সোনা গচ্ছিত রাখার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। সৃঞ্জয় স্যান্যাল-র বক্তব্য তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে এহেন বিস্ফোরক অভিযোগ চাউড় হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শোরগোল পড়ে গেছে। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তোপ দেগেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সভাপতি অশোক বর্মন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তোপ দেগে বলেন এরা রাজ্যে ক্ষমতায় রয়েছে, এরা নিজেদের মতন করে গুন্ডাবাজি - লোকেদের ভয় দেখানো এরা করেই। উনার অভিযোগ পুলিশ কর্মীরাও এদের থেকে রেহাই পাচ্ছে না।
Total Post View : 16617