
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের ঐতিহ্যবাহী নেতাজী স্পোর্টিং ক্লাবের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সূচনা হলো শুক্রবার লোগো উন্মোচনের মধ্য দিয়ে। ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্মারক লোগোর আবরণ উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি বিক্রম প্রসাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ভবেন্দ্র ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্য ও ক্রীড়াপ্রেমীরা। অনুষ্ঠানে ক্লাবের দীর্ঘ ক্রীড়া ও সামাজিক অবদানের কথা তুলে ধরা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানান, ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তদান শিবিরের আয়োজন, দুস্থ ও মেধাবী ছাত্রদের জন্য আবাসিক শিবির, পাশাপাশি এলাকার মানুষের সুবিধার্থে শৌচালয় নির্মাণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, গত ৭৫ বছর ধরে নেতাজী স্পোর্টিং ক্লাব মানুষের সুস্থ জীবনযাপনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, শরীরকে যদি মন্দির ধরা হয়, তবে খেলাধুলা হলো সেই মন্দিরের পূজা। দীর্ঘ ৭৫ বছর ধরে নেতাজী স্পোর্টিং ক্লাব মানুষের শরীর ও সুস্থতার জন্য সেই পূজা-অর্চনার কাজই করে চলেছে।
Total Post View : 14389