এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাটে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবির ট্রেলার লঞ্চ, উৎসবে মাতল শহর

...

Suryasikha News Admin


বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর : বালুরঘাটে টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’–এর ট্রেলার লঞ্চ ঘিরে শনিবার বিকেলে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছবির প্রচারে সরাসরি অংশ নেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রিয় তারকাদের কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি অনুরাগীরা। সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছবির একটি গানে অঙ্কুশ ও ঐন্দ্রিলার মঞ্চ পারফরম্যান্স। জনপ্রিয় এই জুটির নাচ ও উপস্থিতিতে করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়ে মঞ্চ থেকেই প্রকাশ করা হয় ছবির একটি নতুন গান, যা মুহূর্তের মধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে।গোটা অনুষ্ঠান জুড়ে সংগীত, তারকাদের প্রাণবন্ত উপস্থিতি এবং ভক্তদের ভালোবাসায় তৈরি হয় এক অনন্য পরিবেশ। বালুরঘাটবাসীর কাছে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শুধু একটি সিনেমার প্রচার নয়, বরং হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন সন্ধ্যা।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 29127


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর