
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: বাসনের দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকার। সোমবার বালুরঘাট থানার একটি টিম চকভৃগু এলাকার দত্ত বাসনালয় নামের একটি দোকানে তল্লাশি অভিযান চালায়। পুলিশের ঐ তল্লাশি অভিযানে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মাদক ট্যাবলেটের আনুমানিক বাজার দর কয়েক লক্ষ টাকা। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলায় মাদক ট্যাবলেট বা ইয়াবা জাতীয় ট্যাবলেট উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এরপূর্বে একাধিকবার পাচারের পূর্বে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তবে বালুরঘাটের শহরতলি এলাকায় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনার সঙ্গে কি যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি বিক্রম প্রসাদ।
Total Post View : 19252