দক্ষিণ দিনাজপুর: সাধারণ ক্রেতাদের অধিকারকে সুনিশ্চিত করতে আরও একধাপ এগোল ক্রেতা সুরক্ষা দপ্তর। এবার ভাড়া বাড়িতে কার্যালয় ছেড়ে বালুরঘাটে নির্মিত হবে ক্রেতা দপ্তরের নিজস্ব কার্যালয়। সোমবার বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হল-এ অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের নব নির্মিত হতে চলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, জেলা শাসক বিজিন কৃষ্ণা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উল্লেখ দীর্ঘদিন ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে পরিচালিত হয়ে আসছিল বালুরঘাটের ক্রেতা সুরক্ষা দপ্তরের কার্যালয়ের যাবতীয় কাজকর্ম। জানা গেছে নির্মিত হতে চলা ক্রেতা সুরক্ষা দপ্তরের নিজস্ব এই ভবন থেকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অধীনস্হ উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বানিজ্য অনুশীলন অধিকারের দক্ষিণ দিনাজপুর জেলার নানাবিধ কাজকর্ম পরিচালিত হবে। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন সময়ের সাথে তাল মিলিয়ে এই দপ্তরের গুরুত্ব দিনের পর দিন বাড়ছে, ক্রেতা সুরক্ষা দপ্তরের সাথে আমাদের প্রত্যেকের জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ছে, স্বাভাবিকভাবে আমাদের সরকারের পক্ষ থেকে এই দপ্তরের গুরুত্ব বর্দ্ধিত হচ্ছে বিভিন্নভাবে। তিনি বলেন আমাদের জীবনের সঙ্গে কোন না কোন ভাবে ক্রেতা সুরক্ষা দপ্তরের একটা যোগাযোগ তৈরী হচ্ছে, ক্রেতা সুরক্ষা দপ্তর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্নভাবে। মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন জেলা স্তরের অফিসগুলি ছাড়াও তারা মহকুমা স্তরে ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসগুলি চালু করা শুরু করেছেন।
Total Post View : 18892