দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় পাট্টা পেলেন ১৩০ জন। জলপাইগুড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি করেন। ভার্চুয়াল মাধ্যমের ঐ অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বালুছায়া অডিটোরিয়াম হলে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জানা গেছে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পাট্টা প্রাপক ১৩০ জনের মধ্যে আদিবাসী, তপশিলি জাতিভুক্ত এবং সংখ্যালঘু মানুষদের পাশাপাশি ভূমিহীন সাধারণ মানুষরাও রয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সব সময় চেষ্টা করে চলেছেন গরিব মানুষদের পাশে দাঁড়াতে, সেই লক্ষ্যেই সরকার ও আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন। মন্ত্রী বিপ্লব মিত্র জানান তার ধারনা পূজোর পরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আসবেন উন্নয়ন কর্মসূচি নিয়ে, সেই সময়ে আরও মানুষ পাট্টা পেতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।
Total Post View : 20312