
বর্ণালী রায়;দক্ষিণ দিনাজপুর : গাছে-জঙ্গলে নয়, এবার শ্রেণিকক্ষেই দেখা গেল ছোট ছোট গেছো ভূত, মেছো ভূত আর পেত্নীদের শুক্রবার ৩১শে অক্টোবর ঘোস্ট ডে উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের টিউলিপ ইন্সটিটিউট অফ চাইল্ড কেয়ার স্কুলে এমনই এক অনন্য দৃশ্যের সাক্ষী রইল সবাই। প্লে গ্রুপ থেকে শুরু করে ইউ.কে.জি শ্রেণীর খুদে পড়ুয়ারা সেদিন ভূতের সাজে হাজির হয়েছিল স্কুলে। কেউ মুখে সাদা রঙ, কেউ বা কুমড়োর মুখোশ পরে পরিণত হয়েছিল ছোট্ট হ্যালোউইন ভূতে। স্কুলের শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ সাজানো হয়েছিল নানা রঙের বেলুন, কুমড়ো ও ভৌতিক আলোকসজ্জায়। প্রধান শিক্ষিকা বর্ণালী সাহা জানান শুধু পড়াশোনা নয়, শিশুর মানসিক বিকাশ ও আনন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের শৈশবের নির্ভেজাল মজা বজায় রাখতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পাশ্চাত্যের ঐতিহ্যে ৩১ অক্টোবর হ্যালোউইন বা ঘোস্ট ডে হিসেবে পালিত হয়। বালুরঘাটে এই প্রথম এমনভাবে উৎসব পালনের মধ্য দিয়ে স্কুল চত্বরে ছড়িয়ে পড়েছিল হাসি, উল্লাস আর ভূতুড়ে মজার ছোঁয়া।
Total Post View : 14989