এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাটের চকভবানী মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপন কাজের শিলান্যাস

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের চকভবানী মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপন কাজের শিলান্যাস হলো বৃহস্পতিবার। শিলান্যাস করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উল্লেখ এতদিন বালুরঘাটের খিদিরপুর মহাশ্মশানেই শুধুমাত্র ইলেকট্রিক চুল্লি ছিল। ফলে ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ দাহ করতে ক্রমশ চাপ বাড়ছিল খিদিরপুর মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লির উপরে। শুধু তাই নয়, বালুরঘাটের একমাত্র খিদিরপুর মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি থাকার কারনে অনেক সময় মৃতদেহ দাহ করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় খিদিরপুর মহাশ্মশানে। যে কারনে চকভবানী মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপনের দাবী উঠছিল। এরপরেই চকভবানী মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে বালুরঘাট পৌরসভা। জানা গেছে চকভবানী মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপনে খরচ হবে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকট্রিক চুল্লি স্থাপনের কাজ সমাপ্ত হবে বলে এদিন আশা প্রকাশ করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 17835


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর