এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

পূজোর আগে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকে পুলিশ

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠভাবে যান চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সোমবার বালুরঘাটে জেলা পুলিশ লাইনে এ বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) বিল্ল মঙ্গল সাহা সহ পিডাব্লুডি (রোড ও সিভিল), জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পরিবহন দপ্তর, পৌরসভা, স্বাস্থ্য, বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নি নির্বাপণ দপ্তরের আধিকারিকরা। এর আগে টোটো, বাস ও অটো চালকদের সঙ্গেও বৈঠক করে যান চলাচল সংক্রান্ত গাইডলাইন জানানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, গত বছরের মতো এবছরেও বালুরঘাট শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলযোগ মোড় এবং বিশ্বাসপাড়া মোড়ে যান নিয়ন্ত্রণের জন্য ডাইভারশন পয়েন্ট তৈরি করা হবে। পাশাপাশি ৫১২ নম্বর জাতীয় সড়কেও যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ডিএসপি (ট্রাফিক) বিল্ল মঙ্গল সাহা জানান, দুর্গাপূজার দিনগুলিতে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন এবং কোন দুর্ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 20021


সম্পর্কিত খবর