এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিরসা মুন্ডা-র জন্মজয়ন্তী উপলক্ষ্যে ব্লকে ব্লকে জয় জোহার মেলা, আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যেতে পড়াশুনায় জোর দেওয়ার বার্তা সভাধিপতি-র

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশুনায় জোর, বীরসা মুন্ডা-র জন্মজয়ন্তীতে আদিবাসী সমাজের উদ্দেশ্যে বার্তা দক্ষিণ দিনাজপুর জেলা সভাধিপতি-র। ১৫-ই নভেম্বর শনিবার বিরসা মুন্ডা-র সার্ধ শতবর্ষপূর্তি জন্ম জয়ন্তী পালিত হয় তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাসাইপুর এলাকায়। এদিন তপনের বালাপুরের কুরুখ নগরে বিরসা মুন্ড-র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। যার পরে গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাসাইপুরে জয় জোহার মেলা-র শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শুভ্রমনিয়ন টি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। এদিনের এই জয় জোহার মেলা-র শুভারম্ভ অনুষ্ঠানে আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা আদিবাসী যুবকদের উদ্দেশ্যে মোবাইল আসক্তি ত্যাগ, নেশা দ্রব্য সেবন ত্যাগ প্রভৃতি পালনীয় বার্তা প্রদান করবার পাশাপাশি পড়াশুনায় জোর দেওয়ার বার্তা দেন। চিন্তামনি বিহা বলেন আমাদের মুখ্যমন্ত্রী আদিবাসীদের পড়াশুনা করার জন্য সূযোগ করে দিয়েছে, ভালভাবে পড়াশুনা না শিখতে পারলে আদিবাসী সমাজের উন্নতি সম্ভব নয়। জানা গেছে এই জয় জোহার মেলা চলবে আগামী ৩ দিন ব্যাপী। এও জানা গেছে এই মেলায় আদিবাসী নৃত্য - আদিবাসী সঙ্গীত পরিবেশিত এই মেলা প্রাঙ্গণের মঞ্চে। তপনের পাশাপাশি বংশীহারি ব্লকের বাগদুয়ার ফুটবল ময়দানেও এদিন জয় জোহার মেলা-র শুভারম্ভ হয়। উল্লেখ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এদিন জয় জোহার মেলার শুভারম্ভ হয়।

Tag: Breaking News, Suryasikha News

Total Post View : 47800


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর