
বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর: চিকিৎসায় গাফিলতিতে রুগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল চত্বরে রুগীর আত্মীয় পরিজনদের বিক্ষোভ। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের। মৃত যুবকের নাম রাহুল সিং। মৃত যুবকের বাড়ি বালুরঘাট শহরের শান্তি কলোনী এলাকায়। মৃত যুবকের পরিবারের লোকেদের বক্তব্য রাহুল সিং-কে তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্ত্তি করেন। মৃত যুবকের পরিবারের অভিযোগ বৃহস্পতিবার রাত্রে রাহুল সিং-কে হাসপাতালের চিকিৎসকরা ইনজেকশন দেওয়ার পর থেকে রাহুল সিং-এর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাহুল সিং-এর মৃত্যু হয়। রুগীর আত্মীয়ের এও অভিযোগ রুগীর শারীরিক অবস্থার অবনতি হলেও এমনকি রুগীর মৃত্যু হলেও রাত্রে রুগীর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়নি। ঘটনায় রুগী মৃত্যুর বিষয় নিয়ে শুক্রবার বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ দেখায় রুগীর আত্মীয় পরিজনরা। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেন। অপরদিকে জানা গেছে অভিযোগ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Total Post View : 25931