
বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভায় প্রশাসনিক রদবদল ঘটল উৎসব পর্ব শেষ হতেই। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর দপ্তরের শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, বুনিয়াদপুর পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সমীর সরকার। পাশাপাশি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন টিঙ্কু পাল। উল্লেখযোগ্য, সমীর সরকার বর্তমানে বুনিয়াদপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এর আগে চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন কমল সরকার এবং ভাইস চেয়ারম্যান ছিলেন জয়ন্ত কুন্ডু। রাজনৈতিক মহলের ধারণা, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুনিয়াদপুর শহরে পিছিয়ে ছিল। এই ফলাফলের প্রেক্ষিতেই রাজ্য নেতৃত্ব প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন চেয়ারম্যান সমীর সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের নেতৃত্বে বুনিয়াদপুরে বিগত কয়েক বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। প্রশাসনিক এই পরিবর্তনে বুনিয়াদপুরের রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূচনা হয়েছে।
Total Post View : 22787