
বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট পৌরসভার প্ল্যাটিনাম জুবলি বা ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে শুরু হলো রাজ্য স্তরের বিশাল কুইজ প্রতিযোগিতা — প্ল্যাটিনাম জুবলি কুইজ ফেস্ট। পৌরসভার বছরভর চলা নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই কুইজ ফেস্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে বালুরঘাটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধনী মঞ্চে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “বালুরঘাট পৌরসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এমন এক জ্ঞাননির্ভর ও আধুনিক অনুষ্ঠানের আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই উদ্যোগ বালুরঘাটের গর্ব আরও বৃদ্ধি করবে। জানা গেছে, তিন দিনব্যাপী এই কুইজ উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। দেশের অন্যতম খ্যাতনামা কুইজ মাস্টার তিতাস ব্যানার্জি কুইজ পরিচালনার দায়িত্বে রয়েছেন। উৎসবে থাকছে একাধিক বিভাগ— স্কুল কুইজ, টোডলার কুইজ, মহিলা কুইজ সহ নানা ধরণের প্রতিযোগিতা, যেখানে ৮ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত অংশগ্রহণকারীরা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। শুধু জ্ঞান নয়, উৎসবে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, আত্মবিশ্বাস ও সামাজিক সংযোগ বৃদ্ধিই মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন। বালুরঘাট পৌরসভা সূত্রে জানা গেছে, প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে বছরজুড়ে আরও একাধিক সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শহরের নাগরিকরা এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
Total Post View : 22077