
দক্ষিণ দিনাজপুর: উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো ভারতীয় জনতা পার্টি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বৃহস্পতিবার থেকে শুরু হলো দলের ত্রাণ সংগ্রহ অভিযান। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দোকানপাট ও ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে অর্থ ও সামগ্রী সংগ্রহ করছে বিজেপির কর্মীরা। এদিন বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সংগ্রহের কর্মসূচির সূচনা হয়। হাতে দান বাক্স নিয়ে বিজেপি নেতাকর্মীরা দোকান থেকে দোকানে গিয়ে সাহায্যের আবেদন জানান। তাঁদের সঙ্গে ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার সহ বিজেপির জেলা নেতৃত্ব। দলের মহিলা সদস্যরাও এদিনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, উত্তরবঙ্গের একাধিক জেলা—শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং—বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা বালুরঘাট শহরের ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের কাছ থেকে সাহায্যের আবেদন জানাচ্ছি। তাঁরা ইচ্ছেমতো দান বাক্সে অর্থ প্রদান করছেন। সেই অর্থের সঙ্গে দলীয় কর্মীরা নিজেদের পক্ষ থেকেও কিছু অর্থ সংযুক্ত করবেন, যা পরবর্তীতে বন্যাদুর্গত এলাকাগুলিতে পাঠানো হবে।
Total Post View : 23140