
দক্ষিণ দিনাজপুর: চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার গভীর রাতে হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে এক নবজাতককে চুরি করার চেষ্টা করতে গিয়ে দুই মহিলাকে হাতে-নাতে ধরে ফেলে কর্তব্যরত নার্সরা। এরপরেই হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর অনুযায়ী, রাতের অন্ধকারে দুই মহিলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গোপনে ভিতরে প্রবেশ করে। তারা সরাসরি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গিয়ে একটি নবজাতককে কোলে তুলে নিয়ে চুপিসারে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে, কর্তব্যরত এক নার্সের চোখে পড়ে ঘটনাটি। সন্দেহ হওয়ায় নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত এগিয়ে গিয়ে দুই মহিলাকে ঘিরে ফেলেন এবং পালানোর আগেই তাদের আটক করে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের দল দুই মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বালুরঘাট শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
Total Post View : 22174