এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাট, হিলি, কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বে বদল, বাকি বেশীরভাগ জায়গাতে পুরোনো নেতৃত্বে আস্থা

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট, হিলি, কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বে বদল, বাকি বেশীরভাগ জায়গাতে পুরোনো নেতৃত্বে আস্থা। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় পদে এবং তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ পদের জন্য নেতৃত্বদের তালিকা প্রকাশিত হয় বুধবার। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে বুধবার প্রকাশিত তালিকা অনুযায়ী বালুরঘাট শহর, হিলি ব্লক এবং কুমারগঞ্জের ব্লকে সভাপতির পদে রদবদল করে যথাক্রমে সুভাষ চাকী, অমিত বিশ্বাস এবং গণেশ দাস-কে দলের সভাপতি পদের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মূল দলে কিছু পরিবর্তনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের একাধিক পদেও রদবদল হয়েছে। জেলার সদর শহরের যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন মনি দাস। দলীয় পদে রদবদল বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন বিভিন্ন মানুষের মাধ্যমে কিছু নাম কলকাতায় গিয়েছিল, সেগুলি বিচার বিবেচনা করে কিছু পরিবর্তন করা হয়েছে। সুভাষ ভাওয়াল-এর বক্তব্য বাদ কাউকে সেভাবে দেওয়া হয়নি, সভাপতি পদ থেকে কাউকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে, এখনও সেভাবে বিচার বিশ্লেষণ করার সময় তিনি পাননি - যা হয়েছে ভালোই হয়েছে। তিনি বলেন বালুরঘাটে আমাদের পারফরম্যান্স খুব খারাপ ছিল। তিনি জানান বালুরঘাটে পারফরম্যান্স খারাপ হওয়ার পিছনে একা কেউ দায়ী নয় - গোটা সংগঠনই দায়ী। সুভাষ ভাওয়াল-এর দাবী কাজের সূযোগ দল সবাইকে দিয়েছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 32158


সম্পর্কিত খবর