দক্ষিণ দিনাজপুর: ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য - সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠিত হলো করম পূজা। বুধবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের কাজিভাগ করম আখড়া এলাকায় নবরুপা আদিবাসী মিলনী ক্লাব-এর পরিচালনায় অনুষ্ঠিত হয় করম পূজা। উল্লেখ করম পূজা হলো ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী সাওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ সহ বহু আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। ভ্রাতৃত্ব, ঐক্য, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ধান চাষে ভালো ফলনের জন্য দেবতার আশীর্বাদ প্রার্থনার জন্য আদিবাসীরা নিষ্ঠা সহযোগে এই পূজা করে থাকে। বুধবার করম উৎসব উপলক্ষ্যে তপনের কাজিভাগ করম আখড়া এলাকায় দেখা গেল সেই আদিবাসীদের প্রকৃতি উপাসনার সেই নিষ্ঠারই ছবি। এদিন করম পূজা উপলক্ষ্যে কাজিভাগ করম আখড়া এলাকায় করম পূজা প্রাঙ্গণে উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা-কে আদিবাসী রমনীদের সাথে ধামসা মাদলের তালে নৃত্যে সামিল হন। চলে আদিবাসী সঙ্গিত। করম গাছের ডালকে কেন্দ্রবিন্দু করে এই করম উৎসবে মেতে উঠে আদিবাসী সমাজ। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা বলেন করম পূজা আদিবাসীদের সাথে প্রকৃতি, ভ্রাতৃত্ব ও কৃষি জীবনের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে সর্বদা কাজ করে চলার পাশাপাশি আদিবাসীদের ঐতিহ্য - সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা সহায়তা করে চলেছেন। উল্লেখ এদিন দক্ষিণ দিনাজপুর জেলার তপন বাদেও জেলার বিভিন্ন প্রান্তে করম উৎসব ঘিরে ছিল উৎসবের মেজাজ। আদিবাসীদের পাশাপাশি প্রচুর অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকেও এদিন দেখা গেছে প্রকৃতি পূজার এই করম উৎসবে সামিল হতে। যা বার্তা দেয় - ধর্ম যার যার, উৎসব সবার।
Total Post View : 29552