দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পৌরসভার ব্যবস্থাপনায় বালুরঘাট শহরে স্থাপিত হলো পুলিন বিহারী দাশগুপ্ত-র মূর্তি। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বালুরঘাট শহরের ১২নং ওয়ার্ডের ডাকবাংলো পাড়া রোড এলাকায় মূর্তিটি উন্মোচিত হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ইনচার্জ বিপুল কান্তি ঘোষ, ১২নং ওয়ার্ডের কাউন্সিলার বিপ্লব খা, আইনজীবী সুভাষ চাকী, পুলিন বিহারী দাশগুপ্ত-র পরিবারের সদস্য-সদস্যারা, প্রীতম রাম মন্ডল প্রমুখরা। উল্লেখ ইংরেজ শাসনকালে ব্রিটিশ সরকার বিপ্লবী পুলিন বিহারী দাশগুপ্ত-র মাথার দাম ৫০০০ টাকা ঘোষণা করেছিল। মৌলবির ছদ্মবেশ ধরে বিপ্লবী পুলিন বিহারী দাশগুপ্ত বালুরঘাট থেকে ঢাকাতে চলে যান৷ সেখানে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। এরপর উনি জেলে ছিলেন। পুলিন বিহারী দাশগুপ্ত-র মত বিপ্লবী-র মূর্তি বালুরঘাট শহরে স্থাপনের দাবী উঠছিল। যার পরে ১২নং ওয়ার্ডের কাউন্সিলার বিপ্লব খা-এর প্রচেষ্টায় এবং বালুরঘাট পৌরসভার ব্যবস্থাপনায় মূর্তি স্থাপিত হয়। মূর্তি স্থাপিত হওয়ায় খুশি পুলিন বিহারী দাশগুপ্ত-র পরিবার সহ বালুরঘাটের বাসিন্দারা। পুলিন বিহারী দাশগুপ্ত-র স্ত্রী জয়া দাশগুপ্ত জানান মূর্তি স্থাপিত হওয়ায় তারা আনন্দিত। অতীতের স্মৃতিচারণা করে তিনি বলেন পুলিন বিহারী দাশগুপ্ত মানুষের জন্য কাজ করতে পিছন ফিরে তাকাতেন না। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ইনচার্জ বিপুল কান্তি ঘোষ জানিয়েছেন বিপ্লবী পুলিন বিহারী দাশগুপ্ত-র পাশাপাশি আগামীদিনে তারা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়-এর মূর্তি-ও স্থাপন করবেন বালুরঘাটে।
Total Post View : 20911