এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সারহুল ও বাহা উৎসব দক্ষিণ দিনাজপুরের হিলিতে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ঐতিহ্যবাহী সারহুল ও বাহা উৎসব পালিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। শনিবার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায়। এই উৎসবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। 

প্রসঙ্গত উল্লেখ যে মুন্ডা, ওরাওঁ, হো ইত্যাদি উপজাতি মানুষদের কাছে সারহুল অন্যতম উৎসব। অপরদিকে সাওতাল উপজাতিভুক্ত মানুষদের কাছে এই উৎসব বাহা পরব নামে পরিচিত। এদিন হিলি-র উৎসব স্থলে প্রকৃতি পূজার এই উৎসব আদিবাসী রমনীদের গানে নাচে হয়ে উঠে প্রাণবন্ত। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা বলেন সকল ধর্ম - সকল জাতির মানুষরা যাতে তাদের উৎসব পালন করতে পারে তার সুষ্ঠ পরিবেশ বাংলায় রয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার নিরলস কাজ করে চলেছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 28497


সম্পর্কিত খবর