বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের কাউন্সিলারের তৎপরতায় উদ্ধার হলো ২ আদিবাসী শিশু। ঘটনাটি বালুরঘাট শহরের ১৯নং ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে মঙ্গলবার ২ শিশুকে বালুরঘাটের ১৯নং ওয়ার্ডের বাসিন্দাদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর মুহুর্তের মধ্যে পৌছায় বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য তথা ১৯নং ওয়ার্ডের কাউন্সিলার মহেশ পারেখ-এর কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মহেশ পারেখ। তিনি কথা বলেন ঐ ২ শিশুর সাথে। কথা বলে জানতে পারেন ঐ শিশু দুটির বাড়ি হিলি ব্লকের রসিদপুর এলাকায়, তারা দুজনেই সপ্তম শ্রেণীর ছাত্র এবং তারা কাজের খোঁজে বালুরঘাটে এসেছে। এরপরে মহেশ পারেখ বিষয়টি বালুরঘাট থানায় খবর দিলে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু দুটিকে উদ্ধার করে। কাউন্সিলার মহেশ পারেখ জানান তার ওয়ার্ডের নির্মল বন্ধু কর্মীর মাধ্যমে তিনি বিষয়টি জানার পরেই তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছান এবং এরপরে তিনি শিশু দুটিকে পুলিশের হাতে তুলে দেন।
Total Post View : 30695