এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সরকারি কাজে কাটমানি নিয়ে বিবাদ! তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: সরকারি কাজে ৫০ শতাংশ কাটমানি দাবী! কাটমানি না দেওয়ায় এবার হুমকির মুখে খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধান! প্রস্তাবে রাজি না হওয়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধোর ও শ্লীলতাহানি করার অভিযোগ, ঘটনায় অভিযুক্ত ঐ অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ মোট ৭ জন, পুলিশ সুপারের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের। চাঞ্চল্যকর এই ঘটনা চাউড় হতেই জেলা জুড়ে হৈ চৈ শুরু হয়েছে। 


অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা টুডু(নাম পরিবর্তিত)-র বক্তব্য সোমবার দুপুরে তিনি অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে বসে আলোচনা করছিলেন। অভিযোগ সে সময় ৭ জন তার অফিসে ঢুকে তার কাছে সরকারি কাজে কাটমানি দাবী করে, সরকারি কাজের ওয়ার্ক অর্ডারের কাগজ ছিনিয়ে নিতে চায়, অনাদায়ে তাকে হুমকি দেয়, মারধোর এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পরে তিনি গঙ্গারামপুর থানার দ্বারস্থ হলে গঙ্গারামপুর থানার পুলিশ ঐ পঞ্চায়েত প্রধানকে সালিশি সভাতে বসার প্রস্তাব দেন বলে অভিযোগ। মঙ্গলবার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনার কথা জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের কাছে ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাৎপর্যপূর্ণ বিষয় অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং উনার তোলা অভিযোগে অন্যতম অভিযুক্ত হলেন ঐ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হরি বোস সহ মোট ৭ জন। অপরদিকে অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হরি বোস-এর বক্তব্য তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হরি বোস-এর পাল্টা অভিযোগ পুকুর কাটা নিয়ে কাটমানির টাকা নিচ্ছে পঞ্চায়েত প্রধান এবং টাকা নিয়ে ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করছে পঞ্চায়েত প্রধান। অভিযোগ এবং পাল্টা অভিযোগে বর্তমানে সরগরম দক্ষিণ দিনাজপুর জেলা।

Tag: Suryasikha News, Dakshin Dinajpur news, Uttarbanga News

Total Post View : 23100


সম্পর্কিত খবর