এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

চমক অভিনবত্বে, গঙ্গারামপুর পৌর উৎসবে চমক বেবি শো

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ  চমক অভিনবত্বে, গঙ্গারামপুর পৌর উৎসবে চমক বেবি শো। ৩১ বছরে পদার্পণ করা গঙ্গারামপুর পৌরসভার বেশীরভাগ সময়টায় ছিল বামেদের দখলে। তবে রাজ্যে ক্ষমতার পালা বদলের পর গঙ্গারামপুর পৌরসভার পৌর বোর্ডের ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হাতে আসার পর পৌরপিতা প্রশান্ত মিত্র-র হাত ধরে সাজছে গঙ্গারামপুর শহর। ভাবনার অভিনবত্বে গঙ্গারামপুর পৌরসভার কর্মকান্ড ইতিমধ্যেই রাজ্যবাসীকে চমক দিয়েছে। গত ছট উৎসবে গঙ্গা আরতির আদলে পুনর্ভবা নদীতে সন্ধ্যা আরতি করে রাজ্যবাসীদের চমক দিয়েছিল গঙ্গারামপুর পৌরসভা। আগামী ১৯শে জানুয়ারি থেকে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের ময়দানে প্রথমবার শুরু হতে চলেছে গঙ্গারামপুর পৌর উৎসব। যে উৎসবে ম্যারাথন দৌড়, ক্যারাটে, ভলিবল, যোগা প্রতিযোগীতা, ক্যুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি একাধিক অনুষ্ঠানে ঠাসা কর্মসূচি ঘিরে গঙ্গারামপুর শহরের শিশু থেকে প্রবীণদের মধ্যে উৎসাহের পারদ চড়ছে চড়চড়িয়ে। এরই মাঝে সোমবার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র-র হাত ধরে গঙ্গারামপুর পৌর উৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন এই পৌর উৎসবের অন্যতম আকর্ষণ হলো বেবি শো। তিনি জানান এই বেবি শো প্রতিযোগীতায় মায়েরা শিশুদেরকে নিয়ে আসবে উৎসব স্থলে, যেখানে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকদের দল, চিকিৎসকরা যাচাই করবে শিশুদের পুষ্টির বিষয়টি। পুষ্টিগত মানের নিরিখে প্রতিযোগীতায় বিজয়ী নির্ধারণ করা হবে। উৎসবের মাঝে গঙ্গারামপুর পৌর এলাকার শিশুদের পুষ্টিগত বিষয়ের উপরের এই ধরণের বেবি শো একদিকে যেমন অভিনব তেমনি এই বেবি শো অনুষ্ঠিত হলে তা হবে সম্ভবত রাজ্যে প্রথম। গঙ্গারামপুর পৌরসভার এহেন অভিনব ভাবনার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন এই উৎসব সমস্ত গঙ্গারামপুরবাসীদের উৎসব। তিনি জানিয়েছেন এই পৌর উৎসব গঙ্গারামপুর শহরে ব্যাপক সাড়া ফেলেছে।

 

 

Tag: Gangarampur municipality, Suryasikha news, Breaking news, Dakshin Dinajpur News, Uttarbanga News

Total Post View : 30984


সম্পর্কিত খবর