এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বাম আমলে মেলেনি রাস্তা, মহেশ-এ আস্থা রেখে প্রত্যাশা পূরণ বালুরঘাটের ১৯নং ওয়ার্ডের বাসিন্দাদের

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বাম আমলে মেলেনি রাস্তা, মহেশ-এ আস্থা রেখে প্রত্যাশা পূরণ বালুরঘাটের ১৯নং ওয়ার্ডের বাসিন্দাদের। বালুরঘাট শহরকে ঢেলে সাজাতে আসরে নেমেছে বালুরঘাট পৌরসভা। শহরের ড্রেনজ সিস্টেম সহ একাধিক রাস্তা নির্মাণে ইতিমধ্যেই শুরু হয়েছে কর্মযজ্ঞ। বালুরঘাট পৌরসভার এহেন উদ্যোগের মাঝে বালুরঘাট শহরের ১৯নং ওয়ার্ডে ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হলো সোমবার। সোমবার রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য তথা ১৯নং ওয়ার্ডের কাউন্সিলার মহেশ পারেখ। 

উল্লেখ বালুরঘাট পৌরসভার ১৯ ওয়ার্ডের বিশ্বাসপাড়া সংলগ্ন একটি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে ছিল বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা বছরের পর ধরে রাস্তা নির্মাণের দাবী তোলার পরেও বেহাল রাস্তার হাল ফিরছিল না। বামেদের দখলে থাকা ঐ ওয়ার্ডের বাসিন্দারা ২০২২ সালে পৌর নির্বাচনের সময়ে তৎকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহেশ পারেখ-এর কাছে রাস্তাটির নির্মাণের দাবী জানান। সে সময় মহেশ পারেখ স্থানীয় বাসিন্দাদের আশ্বাসও দেন। পরবর্তী সময়ে রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে বালুরঘাট পৌরসভা। যার পরে স্থানীয় বাসিন্দাদের দেওয়া প্রতিশ্রুতি মাফিক এদিন রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়। জানা গেছে ঐ এলাকায় ড্রেন সমেত ঢালাই রাস্তা নির্মাণ করতে খরচ হবে প্রায় ১৭ লক্ষ ৬ হাজার টাকা। রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। 

১৯নং ওয়ার্ডের কাউন্সিলার মহেশ পারেখ বলেন আমরা সাধারণ মানুষদের কথা দিলে কথা রাখি, রাস্তাটি নির্মাণের প্রয়োজন ছিল, জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরে ভাল লাগছে।

 

Tag: Balurghat municipality, Balurghat, Dakshin Dinajpur ,Balurghat news, Uttarbanga news, Dakshin dinajpur news

Total Post View : 62677


সম্পর্কিত খবর