বালুরঘাট: আবারও সাফল্য সরকারি বালুরঘাট হাসপাতালের, এবার মৃত্যু পথযাত্রী প্রসূতি মায়ের ঝুঁকিপূর্ণ সফল অপারেশন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। গত ১৭-ই নভেম্বর গঙ্গারামপুর সুকদেবপুর গ্রামের বাসিন্দা কবিতা বর্মন-এর প্রসব বেদনা শুরু হয় বাড়িতে। অনবরত খিচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে, বাড়িতেই সঙ্গাহীন হয়ে পড়েন কবিতা বর্মন। এরপরে তড়িঘড়ি তার পরিবারের লোকেরা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে মেটারনিটি ওয়ার্ডের স্পেশাল এম্বুলেন্স করে কবিতা বর্মন-কে বালুরঘাট হাসপাতালে নিয়ে গিয়ে ভর্ত্তি করেন। কবিতা বর্মন-এর চিকিৎসার দায়িত্বভার পড়ে হাসপাতালের চিকিৎসক নিত্য রঞ্জন গায়েন-এর উপরে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কবিতা বর্মন-এর একলামসিয়া ইন গ্যাসপিং কন্ডিশন। বালুরঘাট হাসপাতালের সিসিইউ বিভাগে হাসপাতালের চিকিৎসা শুরু হয়। কবিতা বর্মন-এর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করায় পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ডাক পড়ে অভিজ্ঞ চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি-র। এরপরে চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি রুগীর পরিবারের লোকেদের সাথে কথা বলে কবিতা বর্মন-এর সিজারিয়ান অপারেশন করেন। বর্তমানে কবিতা বর্মন বালুরঘাট হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। জানা গেছে কবিতা বর্মন-এর শারীরিক অবস্থা স্থিতিশীল। সদ্যজাত শিশু সুরক্ষিত। খুশি কবিতা বর্মন-এর বাড়ির লোকেরা। ডা: রঞ্জন কুমার মুস্তাফি জানিয়েছেন মৃত্যুপথযাত্রী রুগীর প্রাণ বাচিয়ে গর্বিত তিনি।
Total Post View : 18617