
বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর : পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বালুরঘাট শহরের উনিশ নম্বর ওয়ার্ডে এক মানবিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শীতের মরসুমে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই কর্মসূচির মাধ্যমে এলাকার দুঃস্থ পরিবারগুলোর মধ্যে কম্বল, শাড়ি, মশারি এবং শিশুদের জন্য জামা-প্যান্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকিনটোশ বার্ন লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী। তিনি এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি উনিশ নম্বর ওয়ার্ডের কর্মীদের মাধ্যমে প্রতিটি বাড়িতে ক্যালেন্ডার বিতরণ করা হচ্ছে। ওই ক্যালেন্ডারে ওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও জরুরি ফোন নম্বর সংযুক্ত থাকায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। শহরবাসীর মতে, এই ধরনের উদ্যোগ বালুরঘাট শহরের সামাজিক উন্নয়ন ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য, দুর্গাপূজার সময়েও উনিশ নম্বর ওয়ার্ড নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে, যেখানে খাদ্যসামগ্রী, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মহেশ পারখের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরবাসী ভবিষ্যতে আরও এমন জনহিতকর কর্মসূচির প্রত্যাশা প্রকাশ করেছেন।
Total Post View : 18820