এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

পূজো মন্ডপের থিম ভারতের অপারেশন সিঁদুর, রেকর্ড ভীড়ের সম্ভাবনা বালুরঘাটের নিউ টাউন পল্লী এন্ড পাঠাগার-এর পূজো মন্ডপে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ভারত - বাংলাদেশ সীমান্ত শহর বালুরঘাটের নিউ টাউন পল্লী এন্ড পাঠাগার-এর ৭৩তম বর্ষে দুর্গাপূজার থিম অপারেশন সিঁদুর। পূজো মন্ডপে থ্রি ডি প্রোজেকশনের মাধ্যমে দেখানো হবে ভারতীয় সেনার পরাক্রম। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হলো বালুরঘাটের পাওয়ার হাউস এলাকার নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগার-এর দুর্গাপূজা। ক্লাবের সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার। প্রতিবারই বালুরঘাটের নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগার-এর দুর্গাপূজা দেখতে উপচে পড়ে দর্শনার্থীদের ভীড়। আসন্ন দুর্গোৎসবে নিউ টাউন পল্লী ক্লাব এন্ড পল্লী পাঠাগার-এর পূজোর থিম অপারেশন সিঁদুর ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। ইতিমধ্যেই দিল্লীর লালকেল্লা-র আদলে পূজো মন্ডপ সেজে উঠছে, ডাকের সাজ পরিহিত দেবী প্রতিমায় সাবেকি রুপদানে চলছে শেষ মুহুর্তের কাজ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে পূজো মন্ডপের উপরে আলোক রশ্মি ফেলে লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে ভারতের অপারেশন সিঁদুর-এর বিজয়গাথা। এর জন্য ব্যাঙ্গালোর থেকে আসবে বিশেষ টিম। পূজো কমিটির পক্ষে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় অপারেশন সিঁদুর পূজোর থিমের হোডিং লাগানোর পর থেকে দর্শনার্থীদের মধ্যে উৎসাহের পারদ চড়তে শুরু করেছে চড়চড়িয়ে। পূজো মন্ডপের প্রস্তুতি আগে থেকে চাক্ষুষ করতে ইতিমধ্যেই অনেকে ঢু মারতে শুরু করেছেন বালুরঘাটের নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগার-এর পূজো মন্ডপ চত্বরে। পূজো উদ্যোক্তা অজয় সরকার জানান পাকিস্তানের আক্রমণ প্রতিহত করে ভারতের জবাব, পাশাপাশি সন্ত্রাসবাদকে সমূলে ধ্বংস করার জন্য ভারত সরকারের পদক্ষেপ - ভারতীয় সেনার পরাক্রম তুলে ধরা হবে এই পূজো মন্ডপের থিম অপারেশন সিঁদুর-এর মধ্য দিয়ে। পূজো মন্ডপের থিমে দেশাত্মবোধক এহেন ভাবনা স্থান পাওয়ায় খুশি বালুরঘাটের বাসিন্দারা।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 31828


সম্পর্কিত খবর