বালুরঘাট: বালুরঘাট শহরে ভোট প্রচারে নামলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। এদিন জয়দেব সিদ্ধান্ত বালুরঘাট শহরের ২০নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া এলাকায় ভোট প্রচার করেন। বামফ্রন্টের পক্ষ থেকে এদিন বালুরঘাটের বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত-কে সম্বর্দ্ধনাও জানানো হয়। বামফ্রন্ট সূত্রে খবর শুক্রবার সকালে বালুরঘাট বাজারে ভোট প্রচার করবেন জয়দেব সিদ্ধান্ত।
Total Post View : 1474