দক্ষিণ দিনাজপুর: নির্বাচিত হলে গ্রামে গ্রামে সৌর চালিত জল পরিশ্রত মেশিন বসানোর প্রতিশ্রুতি, সুকান্ত-র। স্বচ্ছ ভাবমূর্তি হিসাবে পরিচিত তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুধরাই টুডু-কে সাথে নিয়ে বুধবার তপন বিধানসভা কেন্দ্র এলাকায় জোড়া উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার ২নং গ্রাম পঞ্চায়েতের গুপিনগর সংসদে ৯ লক্ষ ২৪ হাজার ৩৫৯ টাকা ব্যায়ে নির্মিত শ্মশান ও বিশ্রামাগার এবং বোল্লা গ্রাম পঞ্চায়েত এলাকার বদলপুরে ২ লক্ষ ৯২ হাজার ৪৪১ টাকা ব্যায়ে স্থাপিত সৌর চালিত পরিশ্রুত পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন। যার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানান সৌর চালিত পরিশ্রুত পানীয় জলের মেশিনের জন্য উপকৃত হবে গ্রামবাসীরা।
Total Post View : 21614