এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাট এক নম্বর ওয়ার্ডে রাস্তা ও নিকাশী প্রকল্পের শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে বাস্তবায়ন শুরু হলো নতুন রাস্তা ও নিকাশী ব্যবস্থার কাজ। ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই দুটি কাজের শিলান্যাস করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক কর্মী, ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় সমাজকর্মীরা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬,৩৭,৯৯৩ টাকা। দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের বাসিন্দারা রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং অপর্যাপ্ত নিকাশী ব্যবস্থার কারণে নানান সমস্যার মুখে পড়ছিলেন। বিশেষত বর্ষাকালে জল দাঁড়িয়ে যাওয়া, চলাচলে অসুবিধা ও নানান স্বাস্থ্যসমস্যার অভিযোগ বহুবার পৌরসভায় জানানো হয়েছিল। তাই ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ প্রকল্পের শিবিরে ওয়ার্ডবাসীদের দেওয়া পরামর্শকে গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় পৌরসভা। চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই শহরব্যাপী উন্নয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের সমস্যা নিরসনে বিশেষ নজর দিচ্ছে পৌরসভা। তিনি আরও জানান, এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৯ কোটি ২৯ লাখ টাকার মধ্য থেকেই বর্তমান রাস্তা ও নিকাশী সংস্কারের অর্থ অনুমোদন করা হয়েছে। তাঁর বক্তব্য, ওয়ার্ডবাসীর বহুদিনের দাবি ছিল এই অংশের রাস্তা ও নিকাশী সংস্কার। অবশেষে সেই দাবি পূরণে কাজের সূচনা করতে পেরে আমরাও আনন্দিত। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, কাজটি শুরু হওয়ায় তাঁরা অত্যন্ত স্বস্তি পেয়েছেন।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 18392


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর