দক্ষিণ দিনাজপুর: ১৮ দফা দাবী জানিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কিষাণ সভা। মঙ্গলবার সারা ভারত অগ্রগামী কিষাণ সভা-র দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বরা প্রতিনিধি আকারে ডেপুটেশন দেয়। উল্লেখ ১৮ দফা দাবীর মধ্যে বালুরঘাটে মেডিক্যাল কলেজ স্থাপন, কৃষকের স্বার্থে সুনিশ্চিত আইন প্রণয়ণের দাবী রয়েছে।
Total Post View : 65637