
দক্ষিণ দিনাজপুর: রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগীতায় দক্ষিণ দিনাজপুর জেলার হয়ে গোল্ড মেডেল পাওয়া ৩ স্কুল পড়ুয়াকে সংবর্ধিত করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা-র মঞ্চে সুমনা সিং, কুমার পাহান ও আব্দুর রাজ্জাক-কে সংবর্দ্ধনা প্রদান করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আধিকারিকরা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ-এর চেয়ারম্যান সন্তোষ হাসদা, জেলা বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান সহ একাধিক বিশিষ্ট শিক্ষকগণ। জানা গেছে দুটি বিভাগে গোল্ড মেডেল পাওয়ায় সুমনা সিং-কে ১০ হাজার টাকার চেক এবং একটি বিভাগে গোল্ড মেডেল পাওয়ায় কুমার পাহান এবং আব্দুর রাজ্জাক-কে ৫ হাজার টাকার চেক দিয়ে পুরস্কৃত করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ।
Total Post View : 11363