
সূর্যশিখা নিউজ ডেস্ক: দাপুটে শুরু করেছে টিম ইন্ডিয়া মহিলা ক্রিকেট দল। চলতি মহিলা ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। দীর্ঘ ১১ বছর পর এই শহরে ফিরছে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট। শেষবার ২০১৪ সালের ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেছিল ভারতের প্রমীলা ব্রিগেড। ভাইজাগের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত। এবছর আইপিএলেই দেখা গিয়েছিল এই মাঠে দুশোর বেশি রান তাড়া করে জয়ের নজির। ফলে উচ্চ স্কোরের ম্যাচ দেখার আশা করছেন দর্শকরা। চলতি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন-আপ দারুণ ছন্দে। প্রতিকা রওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মারা ইতিমধ্যেই দলের ভরসা হয়ে উঠেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে রিচা ঘোষের ঝড়ো ব্যাটিং জয় এনে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। যদি স্মৃতি মান্ধানা ফর্মে ফিরতে পারেন, তাহলে প্রতিপক্ষের পক্ষে ভারতের ব্যাটিং রোখা কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বোলিং বিভাগেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ক্রান্তি গৌড়, স্নেহ রানা এবং দীপ্তি শর্মা। নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন তাঁরা। তবে ভারতীয় দলের একমাত্র চিন্তার জায়গা ফিল্ডিং। ক্যাচ হাতছাড়া ও গ্রাউন্ড ফিল্ডিংয়ে উন্নতি দরকার বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর রবিবার একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ফলে টানা দুই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামছে হারমানপ্রীত কৌরদের দল।
Total Post View : 15974