এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বল হাতে চমক রাজ্য পুলিশের আইজি-র, ব্যাট হাতে লড়লেন জেলা শাসক, সাংবাদিক একাদশ-এর বিরুদ্ধে জয়ী জেলা শাসক একাদশ

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ জেলা শাসক একাদশ বনাম সাংবাদিক একাদশ-এর ম্যাচে বল হাতে চমক রাজ্য পুলিশের আইজি-র, ব্যাট হাতে লড়লেন জেলা শাসক। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুলিশ লাইন ময়দানে জেলা শাসক একাদশ ও সাংবাদিক একাদশ-এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে সাংবাদিক একাদশ ৬২ রান সংগ্রহ করে। জেলা শাসক একাদশ-এর হয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় এক ওভারে ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই জেলা শাসক একাদশ জয় ছিনিয়ে নেয়। দক্ষিণ দিনাজপুর জেলার শাসক বিজিন কৃষ্ণা বলেন পেশাদার কাজের মাঝে বন্ডিং তৈরীর জন্য এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন খুব ভাল খেলার পরিবেশ ছিল।

Tag:

Total Post View : 70852


সম্পর্কিত খবর