দক্ষিণ দিনাজপুরঃ রাস পূর্ণিমা উপলক্ষ্যে বালুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে অনুষ্ঠিত হলো মহামিলন উৎসব। ৩ দিন ধরে চলা এই মহামিলন উৎসবের অঙ্গ হিসাবে শুক্রবার বালুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের ব্যবস্থাপনায় বালুরঘাট শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বালুরঘাট শহর পরিক্রমা করে। পাশাপাশি মহামিলন উৎসব উপলক্ষ্যে বালুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দির কমিটির পরিচালনায় রক্তদান শিবির, অংকন প্রতিযোগীতা, উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগীতাও অনুষ্ঠিত হয়। বালুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের কার্যকরী কমিটির সদস্যা তথা বিশিষ্ট শিক্ষিকা অনিতা বিশ্বাস জানিয়েছেন বালুরঘাট লোকনাথ মিশন মহামিলন উৎসবে দূর দূরান্ত থেকে এমনকি দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশ থেকেও ভক্তরা এসেছেন।
Total Post View : 14468