7th October 2025, 03:43 AM
সূর্যশিখা নিউজ ডেস্ক : বেশ কিছু দিন আগেই বাদল অধিবেশন চলাকালীন লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরই মাঝে বড় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে উঠে এল। জানা গিয়েছে, এবার লোকসভার বিশেষাধিকার কমিটি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে তাঁর বিরুদ্ধে অভিযোগের জবাব দেওয়ার জন্য কমিটির সামনে হাজির হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।কমিটির পরবর্তী সভার তারিখ ৩০ আগস্ট তাকে কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে যেখানে 'উচ্ছৃঙ্খল আচরণের' জন্য অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর।
Total Post View : 152