এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

নতুন রাস্তা পেল আখিড়া পাড়ার বাসিন্দারা

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: নতুন রাস্তা পেল বালুরঘাট শহরের ১৩নং ওয়ার্ডের আখিড়া পাড়ার বাসিন্দারা। উল্লেখ বালুরঘাট শহরের চকভৃগু এলাকা পরবর্তী সময়ে বালুরঘাট পৌরসভায় অন্তর্ভুক্ত হয়। বালুরঘাট শহরের চকভৃগু-র ১৩নং ওয়ার্ডের আখিরা পাড়া এলাকায় পাকা রাস্তা না থাকায় চলাচল করতে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল ঐ এলাকার স্থানীয় বাসিন্দাদের। সেই সঙ্গে ঐ এলাকায় ড্রেনজ সিস্টেম না থাকায় বর্ষাকাল আসলেই একদিকে এলাকার জমা জল এবং অন্যদিকে রাস্তা নির্মাণ না হওয়ায় পথ চলাচলে সমস্যা দেখা দিত। স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধানে উদ্যোগী হয়ে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলার অনুশ্রী মহন্ত বিষয়টি বালুরঘাট পৌরসভার নজরে আনলে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ ড্রেন সহ ঢালাই রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। যার পরে সোমবার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। সোমবার আখিরা পাড়াতে রাস্তা নির্মাণের কাজ পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। জানা গেছে প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দ অর্থে নির্মিত হবে রাস্তাটি। রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন বালুরঘাট পৌরসভার বড় ওয়ার্ডগুলিতে ৫ লক্ষ টাকা এবং ছোটো ওয়ার্ডগুলিতে ৪ লক্ষ টাকা করে ১ কোটি ৫ লক্ষ টাকার কাজের অর্থ বালুরঘাট পৌরসভা বরাদ্দ করেছে। যে অর্থ দিয়ে রাস্তা, ড্রেন, সৌন্দর্য্যায়নের কাজ হবে। তিনি এও জানিয়েছেন ঐ বরাদ্দ অর্থ দিয়ে ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 18499


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর